rockland bd

ফুটবলের বিশ্বযুদ্ধের খুঁটিনাটি

0
world cup

গেল ব্রাজিলে হওয়া বিশ্বকাপে আর্জেন্টিনার হাসি কেঁড়ে নেয়ার সেই মূহুর্ত

খেলা ডেস্ক:


১৯৯৮ ফ্রান্স থেকেই ৩২টি দল বিশ্বকাপের মুলপর্বে খেলছে৷ তার আগে অর্থাৎ ২০১৮ রাশিয়া নিয়ে মোট ছ’টি বিশ্বকাপে খেলবে ৩২টি দল৷ এর আগে ১৯৮২ থেকে ১৯৯২ চারটি বিশ্বকাপের মুলপর্বে খেলেছিল মোট ২৪টি দেশ৷ তার আগে ১৯৫৪ থেকে ১৯৭৮ সাতটি বিশ্বকাপে দলের সংখ্যা ছিল ১৬টি৷ সবচেয়ে কম দল ছিল ১৯৩০ উরুগুয়ে এবং ১৯৫০ ব্রাজিল বিশ্বকাপে৷ এই দু’টি বিশ্বকাপে সবচেয়ে কম অর্থাৎ ১৩টি দেশ মুলপর্বে অংশ নিয়েছিল৷ এর মাঝে ১৯৩৪ ইতালি বিশ্বকাপে ১৬ এবং ১৯৩৮ ফ্রান্স বিশ্বকাপে ১৫টি দল খেলেছিল৷
সবচেয়ে বেশি সংখ্যক দর্শক ম্যাচ দেখেছিল ১৯৯৪ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে৷ মার্কিন মুলকে ফুটবলের বিশ্বযুদ্ধে গড় দশর্ক সংখ্যা ছিল ৬৮,৯৯১ জন৷ দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ৷ সাম্বার দেশে গড় দর্শক সংখ্যা ছিল ৫২,৯১৮ জন৷ তৃতীয় ২০০৬ জার্মানি বিশ্বকাপে৷ এই বিশ্বকাপে দর্শক সংখ্যা ছিল ৫২,৪৯১ জন৷
সবচেয়ে বেশি পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২) বিশ্বজয়ের নজির ব্রাজিলের৷ সাম্বার দেশ শেষবার বিশ্বকাপ জেতে ২০০২ দুঙ্গার নেতৃত্বে৷ তার পর অর্থাৎ চারবার করে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬) ও জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪)৷ দু’বার করে জিতেছে উরুগুয়ে (১৯৩০, ১৯৫০) ও আর্জেন্তিনা (১৯৭৮ ও ১৯৮৬)৷ একবার করে জিতেছে ইংল্যান্ড (১৯৬৬), ফ্রান্স (১৯৯৮) ও স্পেন (২০১০)৷
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে জার্মানি৷ তাদের ম্যাচের সংখ্যা ১০৬৷ দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল৷ সাম্বার দেশ খেলেছে ১০৪টি ম্যাচ৷ আর তৃতীয় স্থানে রয়েছে চারবারের চ্যাম্পিয়ন ইতালি৷ আজুরিরা খেলেছে ৮৩টি ম্যাচ৷
বিশ্বকাপে সবচেয়ে বেশি (২২৪) গোল করেছে জার্মানি৷ ২২১টি গোল করে দ্বিতীয় ব্রাজিল৷ ১৩১টি গোল করে তিন নম্বরে আর্জেন্তিনা৷
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজির জিয়ানলুইগি বুফোঁর৷ ১৯৯৮ থেকে ২০১৪ পাঁচটি বিশ্বকাপে মোট ৬৪টি ম্যাচ খেলেছেন ইতালির কিংবদন্তি গোলকিপার৷ এছাড়াও পাঁচটি বিশ্বকাপ খেলার নজির রয়েছে মেক্সিকো অ্যান্তোনিও কারবাজাল (১৯৫০ থেকে ১৯৬৬) ও জার্মানির লোথার ম্যাথিউজ (১৯৮২ থেকে ১৯৯৮)৷
সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ খেলার নজির নর্ম্যান হোয়াইটসাইড৷ ১৯৮২ স্পেন বিশ্বকাপে যুগস্লোভিয়ার বিরুদ্ধে ১৭ বছর এক মাস ১০ দিন বয়সে অভিষেক হয়েছিল নর্দান আয়ারল্যান্ডের এই মিডফিল্ডারের৷
সবচেয়ে বেশি বয়সে বিশ্বকাপ খেলার নজির ফরিদ মোন্ড্রাগনের৷ ৪৩ বছর ৩দিন বয়সে বিশ্বকাপ খেলেন কলম্বিয়ার এই গোলকিপার৷

বাংলাটুডে২৪/আর এইচ

Comments are closed.