rockland bd

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদ সদস্যরা

0

শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত নতুন সংসদ সদস্যরা

ডেস্ক প্রতিবেদন
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে সাংসদদের শপথ পড়ান স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী।
এর আগে মঙ্গলবার রাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নবনির্বাচিত ২৯৮ জন সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ঐতিহ্যগতভাবে, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়ে থাকেন।
তবে, সংবিধানের ১৪৮ (২ক) অনুসারে, গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদেরকে তিনদিনের মধ্যে শপথ নিতে হবে। অন্যথায় তাদের সদস্যপদ বাতিল হয়ে যাবে।-ইউএনবি
এবিএস

Comments are closed.