rockland bd

নির্মিত হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক, মুখ্য ভূমিকায় থাকছেন বিবেক

0

নির্মিত হচ্ছে নরেন্দ্র মোদীর বায়োপিক, মুখ্য ভূমিকায় থাকছেন বিবেক

বিনোদন ডেস্ক
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বলিউড এখন বায়োপিকের চল। শিবসেনা প্রধান বালাসাহেব ঠাকরে ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের ওপর তৈরি ছবির ট্রেলার সদ্য প্রকাশ্যে এসেছে। তা নিয়ে সরগরম আলোচনার টেবিল। তার মধ্যেই খবর এসেছে, এ বার বায়োপিক ট্রেন্ডে ঢুকতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদীর জীবনের ওপর সিনেমা তৈরি করতে চলেছেন পরিচালক উমঙ্গ কুমার।
সে ছবির প্রি-প্রোডাকশনের কাজও নাকি শুরু করে দিয়েছেন তিনি। সবুজ সঙ্কেত মিলেছে প্রধানমন্ত্রীর দফতর থেকেও।
জানা গেছে, অভিনেতা বিবেক ওবেরয় রয়েছেন নাম ভূমিকায়।
সম্ভবত ২০১৯-এর সাধারণ নির্বাচনের আগেই মুক্তি পাবে এই ছবি। ছবির নাম অবশ্য এখনও ঠিক হয়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন খোদ পরিচালক। এই ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে গুজরাত, হিমাচল এবং দিল্লিতে।
প্রথমে অভিনেতা-সাংসদ পরেশ রাওয়ালের এই ছবির নাম ভূমিকায় অভিনয়ের কথা থাকলেও; পরে সরে যান তিনি। তাঁর জায়গায় নেওয়া হয় বিবেক ওবেরয়কে। এই ছবির হাত ধরেই বিবেক বলিউডে কামব্যাক করতে চলেছেন বলে মত বলি মহলের।

আর এইচ

Comments are closed.