
হত্যাকারী গ্রে ওয়েন (৩৫)
বিদেশ ডেস্ক:
রাশেদুল হাসান: যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে এক বন্দুকধারী চার শিশুকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছে। পুলিশ জানায় পারিবারিক কলহের জেরে ওই বন্দুকধারী একটি এ্যাপার্টমেন্টের চার শিশুকে জিম্মি করে।
নিহত শিশুদের বয়স যথাক্রমে ১, ৬, ১০ ও ১১।
হত্যাকারীর নাম গ্রে ওয়েন (৩৫) বলে জানান অরল্যান্ডো পুলিশ প্রধান জন মিনা।
খবরে বলা হয়, গতকাল সোমবার পারিবারিক সহিংসতার খবর পেয়ে পুলিশ একটি এ্যাপার্টমেন্টে পৌছলে ওই বন্দুকধারী তাঁদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় মারাত্মকভাবে আহত হন এক পুলিশ অফিসার। এরপর চলে জিম্মি পর্ব। প্রায় ২১ ঘন্টা ওই চার শিশুকে জিম্মি করে রাখে হত্যাকারী।
ডেইলি মেইলের খবরে বলাহয়, হত্যাকারী ব্যক্তি তাঁর বান্ধবিকে মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছলে তাঁদের ওপর গুলি চালায় সে। এ সময় এ্যাপার্টমেন্টে থাকা ওই চার শিশুকে জিম্মি করে বন্দুকধারী ওয়েন আত্মরক্ষার কৌশল নেয়।
সাংবাদিকদের মিনা বলেন, শিশুদের বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালিয়েছেন তাঁরা।
হত্যাকারী এর আগেও বেশ কিছু অপরাধের সাথে জড়িত ছিল বলে জানান অরল্যান্ডো পুলিশ প্রধান।
বাংলাটুডে২৪/আর এইচ