rockland bd

চারঘাটে নতুন বই পেয়ে শিক্ষার্থীদের উল্লাস

0

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
সারাদেশের ন্যায় রাজশাহী জেলাসহ ৯টি উপজেলায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। নতুন বছরে নতুন বই পেয়ে শিশু কিশোরদের মাঝে বই উৎসব চলছে। জেলা প্রশাসক এ এম আব্দুল কাদেরের সভাপতিত্বে কলেজিয়েট বিদ্যালয়ের বই বিতরণ অনুষ্ঠানে প্রধন অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগ সভাপতি ও মেয়র এইচএম খায়রুজ্জমান লিটন বলেন, এই সরকারের অবদানের কারনে বছরের প্রথমেই কমলমতি শিশুরা নতুন বই হাতে পেয়ে তারা যেমন খুশি তেমনি আমারাও তাদের উল্লাসের অংশিদার। এসময় জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা ও শিক্ষক উপস্থিত ছিলেন।

জেলার চারঘাট উপজেলা পাইলট উচ্চ বিদ্যালয় এবং ফরহাত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বই বিতরণ করেছেন ইউএনও নাজমুল হক। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদিন, সুপারভায়জার মুয়িদ, আওয়ামী লীগ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ একরামুল হক, জেলা আওয়ামী লীগ সিনিয়ির সদস্য সাইফুল ইসলাম, প্রধান শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
ওবায়দুল ইসলাম রবি/রাকিব

Comments are closed.