rockland bd

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে খালিদ মাহমুদ চৌধুরী এমপির শ্রদ্ধাঞ্জলি

0

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে তৃতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর গতকাল সকালে বোচাগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাকর্মী ও সুধিজনদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পনের সাথে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির প্রতি বিনম্র শ্রদ্ধায় নিরবতা পালন করেন। এরপর তিনি ধনতলাস্থ তার নিজ বাসভবনে বিরল ও বোচাগঞ্জের হাজারো নেতাকর্মী ও সাধারন মানুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় খালিদ মাহমুদ চৌধুরী এমপি সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নব বর্ষের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় কালে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক আফছার আলী, যুগ্ন সাধারন সম্পাদক এটিএম মামুন, বিরল উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লফিত, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সুবর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোঃ আশিকুর ইসলাম/রাকিব

Comments are closed.