rockland bd

বেনাপোলে ৯,৩০০ পিস ইয়াবা জব্দ

0

ডেস্ক প্রতিবেদন
মঙ্গলবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বেনাপোল বন্দর থানার অগ্রভুলোট সীমান্ত থেকে সোমবার রাতে নয় হাজার তিনশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি তারা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান এইচ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাচার হয়ে বাংলাদেশে আসছে জানতে পেয়ে বিজিবি সদস্যরা সোমবার রাতে অগ্রভুলোট সীমান্তে অভিযান চালায়। এসময় সেখান থেকে নয় হাজার তিনশ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে তারা।
তিনি আরও জানায়, এ ব্যাপারে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল বেনাপোল কাস্টমস হাউস গুদামে জমা দেয়া হয়েছে। -ইউএনবি
এবিএস

Comments are closed.