rockland bd

মৃণাল সেনের মৃত্যতে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া

0

ফরিদপুর প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
না ফেরার দেশে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চলচ্চিত্র পরিচালক ফরিদপুরের কৃতি সন্তান মৃণাল সেন। আজ রবিবার সকালে দক্ষিণ কোলকাতার পদ্মপুকুরের কাছে নিজস্ব বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
মৃনাল সেনের মৃত্যুর খবরে তাঁর সন্মস্থান ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে। মিনাল সেন ১৯২৩ সালের ১৪ মে ফরিদপুর শহরের ঝিলটুলী মহল্লার পৈত্রিক বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র কলেজে অধ্যয়নরত অবস্থায় স্ব-পরিবারে কোলকাতায় চলে যান।
মৃণাল সেন পরিচালিত প্রথম ছবি রাত ভোর মুক্তি পায় ১৯৫৫ সালে। এর পর একে একে তিনি তৈরী করেন আকালের সন্ধানে, বাইশে শ্রাবন, আকাশ কুসুম, মৃগয়া, অন্য যাত্রা, মহা পৃথিবী, খারিজ, খন্ডহর, ওকাউরি কথা, অন্য ভূবণে সহ অর্ধশতাধিক চলচ্চিত্র। মৃণাল সেন পরিচালিত প্রায় সবকটি ছবিই আন্ত:র্জাতিক খ্যাতি লাভ করেন।
মৃণাল সেন ১৯৮১ সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক লাভ করেন। তিনি ২০০৫সালে রাজাসাহেব ফালকে পুরস্কার লাভ করেন। ফরাসী সরকার তাকে কমান্ডার অবদি আর্টস অ্যান্ড লেটারস সন্মানে ভূষিত করেন।

কে এম রুবেল/আর এইচ

Comments are closed.