rockland bd

নীলফামারী ৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী না থাকায় উদ্দিপনায় ভাটা

0

নীলফামারী ৪ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী না থাকায় উদ্দিপনায় ভাটা

নীলফামারী প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৪ আসনে মহাজোটের প্রধান প্রতিপক্ষ জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী না থাকায় ভোট প্রদানে আগ্রহ হারিয়েছে স্থানীয় ভোটারগণ। উৎসবমূখর পরিবেশে ভোটারগণের উপস্থিতি কিছুটা ভাটা লক্ষ্য করা গেছে। ভোটারগণ খন্ড খন্ডভাবে এসে নির্বিঘ্নে ভোট প্রদান করছেন।
বিগত সংসদ নির্বাচনে প্রাথীগণের স্থানীয় প্রতিনিধিগণ বাড়ী বাড়ী ভোটার লিস্ট পৌছে দেয়ায় ভোটারগণ বুথে ভোট দিতে উৎসাহী থাকতেন। এবারে প্রায় ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে প্রত্যেক ভোট কেন্দ্রের কাছাকাছি অফিস থেকে ভোটাররা সিরিয়াল নম্বর সংগ্রহ করে ভোট দিতে যাচ্ছেন।
এ পর্যন্ত নারী ভোটারদের উপস্থিতির চেয়ে পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। এ আসনে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই।

সৈয়দা রুখসানা জামান শানু/আর এইচ

Comments are closed.