rockland bd

মিয়ানমারে খ্রিষ্টানদের উৎসবে চরমপন্থি বৌদ্ধদের আক্রমণ

0

মিয়ানমারে খ্রিষ্টানদের উৎসবে চরমপন্থি বৌদ্ধদের আক্রমণ

বিদেশ ডেস্ক
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
মিয়ানমারের রাখাইন প্রদেশের দক্ষিণাঞ্চলে হযরত ঈসা (আ.)এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত উৎসবে চরমপন্থি বৌদ্ধরা হামলা চালিয়েছে। বৌদ্ধদের এই হামলায় দুই জন খ্রিষ্টান আহত হয়েছেন।
তিন বৌদ্ধ ভিক্ষুকের নেতৃত্বে ৪০ জন বৌদ্ধ খ্রিষ্টানদের বড়দিনের উৎসবানুষ্ঠানে হামলা চালিয়ি এই উৎসব বন্ধ করার জন্য হুমকি দেয়। পরবর্তীতে এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়।
দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ফলে দুই জন খ্রিষ্টান আহত হয়। আহতদের মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
আহত খ্রিস্টানরা আক্রমণকারীদের বিরুদ্ধে অভিযুক্ত করে পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে স্থানীয় যাজক বলেন: এক সন্ন্যাসীর নেতৃত্বে চরমপন্থি বৌদ্ধরা এই হামলা চালিয়েছে। আমাদের নিকট এর প্রমাণ রয়েছে। যদি এই বিষয়টি আদলতে উঠে, তাহলে আমরা যথাসময়ে প্রমাণ উপস্থাপন করবো।-ইকনা

এবিএস

Comments are closed.