rockland bd

নৌকার সমর্থনে নারীদের মিছিল সমাবেশ

0

ফরিদপুর প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও স্থানীয় সরকার পল্লী উন্নন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে প্রায় ৩০ হাজার নারী মিছিল করেছে। মহিলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের ঝিলটুলী হাসিনা মঞ্জিলে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খন্দকার মোশাররফ হোসেনের ছোট মেয়ে খন্দকার শাহরিন হোসেন পিংকি, ঝর্না হাসান, সুরাইয়া পারভীন, সোহেলী ইমরোজ পুনম, বর্ণা, সায়েদুন নাহার পান্না, এ্যাড. সুচিত্র সিকদার।
মিছিলে সদর উপজেলার প্রায় ৩০ হাজার নারী অংশ গ্রহণ করেন।
কে এম রুবেল/রিপন

Comments are closed.