গাইবান্ধা প্রতিনিিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউপির গোদারহাট গ্রামের দক্ষিণ পাড়ায় মহাজোট সমর্থিত আওয়ামী লীগের প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি এবং নৌকা মার্কার পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
গত ২৬ ডিসেম্বর রাতে বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের উপজেলা শাখার যুগ্ন আহ্বায়ক এবং খোলাহাটি ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ আবু বকরের সভাপতিত্বে সভায় নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, গাইবান্ধা পৌরসভার ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ ইউনুস আলী শাহীন, বিশ্ব সন্ত্রাস বিরোধী সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক মবিয়া হাসান নিয়াত, ছাত্রলীগের গাইবান্ধা কলেজ শাখার ইতিহাস বিভাগের সহ-সভাপতি ও খোলাহাটি ইউনিয়ন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন, শামীমসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
শাহজাহান সিরাজ/আর বি