rockland bd

বরিশাল সিটি মেয়রকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি

0

বরিশাল ব্যুরো
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে ’মাসব্যাপি পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান’ উদ্বোধন উপলক্ষে বনার্ঢ্য র‌্যালি করেছে ২৩ নম্বর ওয়ার্ডবাসী।
গত বুধবার বেলা ১১টার দিকে শহরের শহরের সাগরদী বাজার এলাকায় ওই ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহারের নেতৃত্বে র‌্যালিটি বের হয়। এমন উদ্যোগের জন্য বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সাদিক আব্দুল্লাহ’কে ধন্যবাদ জানিয়ে র‌্যালিটি ওই এলাকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে সংশ্লিষ্ট ওয়যার্ডের ইমাম, শিক্ষক, চাকুরিজীবি ও ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ অংশ নেয়।
শাহ্ মুহাম্মদ সুমন রশিদ/আর বি

 

Comments are closed.