rockland bd

সারিয়াকান্দির ৬৯টি ভোট কেন্দ্রের ৪৫টিই ঝুঁকিপূর্ণ !

0

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন সারিয়াকান্দি ও সোনাতলা নিয়ে গঠিত। এই আসনটির মধ্যে সারিয়াকান্দি উপজেলায় ৬৯ কেন্দ্রের মধ্যে ৪৫ টিকে ঝুঁকিপূর্ণ ও ২৪টিকে সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্বাচন তফসিল ঘোষণার পর নাশকতার ঘটনায় ১১টি মামলা দায়ের হয়েছে বগুড়া-১ আসনে। এসব মামলার মধ্যে মাইকে আগুন, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর ও ককটেল হামলার মামলা রয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতি ২-৩টি কেন্দ্রে একটি করে মোট ৮০টি মোবাইল টিম, উপজেলায় একটি করে ১৩টি স্ট্রাইকিং ফোর্স টিম থাকবে। এ টিমের প্রতিটিতে ১০ জন করে পুলিশ সদস্য থাকবেন। পুলিশ লাইন্স ও থানায় স্টান্ডবাই থাকবেন ৪০ জন পুলিশ সদস্য। টিমে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকছেন। এ ছাড়া উপজেলায় ৫০ জন করে সেনা সদস্য দায়িত্ব পালন করবেন।
তাজুল ইসলাম/আর বি

Comments are closed.