rockland bd

পঞ্চগড়ে শেষ জনসভা করল প্রধান ২ প্রতিদ্বন্দ্বি

0

ব্যারিস্টার নওশাদ জমির ও মহাজারুল হক প্রধান

পঞ্চগড় প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে পঞ্চগড়ে শেষ জনসভা করেছে প্রতিদ্বন্দ্বি প্রধান দুই দল আওয়ামীলীগ ও বিএনপি।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জালাশী এলাকায় পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নৌকা মার্কার জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আলহাজ্ব মহাজারুল হক প্রধান। জনসভায় জেলা আওয়ামীলীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দগণ বক্তব্য দেন। একই সময়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট মাঠে ধানের শীষের শেষ জনসভা অনুষ্ঠিত হয়। এতে ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোট প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। জনসভায় সাবেক স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার প্রধানসহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দগণ বক্তব্য দেন। দু’টি জনসভাতেই পঞ্চগড়-১ আসনের সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা থেকে কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন।

সামসউদ্দীন চৌধুরী কালাম/আর এইচ

Comments are closed.