
পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়ছে, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৭ ডিগ্রী সেলসিয়াস
পঞ্চগড় প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। সকাল থেকে সূর্যের মূখ দেখা গেলেও দিনভর উত্তরের হিমেল হাওয়ার কারণে রোদের তাপ কম অনুভূত হয়েছে। বিকেলে থেকে সূর্যের তাপ কমে গিয়ে ঠান্ডা বাতাসে তীব্র শীত অনুভূত হতে থাকে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৭ ডিগ্রী সেলসিয়াস।
কাল শুক্রবার থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে শীত বাড়ার সাথে সাথে দূর্ভোগ বেড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষদের। এবার নির্বাচনের কারণে সরকারিভাবে তো দুরের কথা বেসরকারি পর্যায়েও শীতবস্ত্র বিতরণের খবর বেশি একটা পাওয়া যায়নি। আর বাজারে পাওয়া পুরাতন শীতবস্ত্রের দাম অনেক বেশি হওয়ায় অনেকেরই তা নাগালের বাইরে।
সামসউদ্দীন চৌধুরী কালাম/আর এইচ