rockland bd

বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর

0

বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বগুড়া শেরপুরে সুঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা বিএনপি প্রার্থী জিএম সিরাজের নির্বাচনী অফিস হামলা চালিয়ে ভাংচুর ও পোস্টার ছিড়ে আগুনে পুড়িয়ে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বিএনপি নেতাকর্মীরা জানান, নির্বাচনী অফিসে তারা নির্বাচনীয় কাজ করছিল সাকাল ১০টার দিকে ১০ থেকে ১২জন আওয়ামীলীগ সমর্থক হঠাৎ করে বিএনপি অফিসে হামলা চালিয়ে বিএনপির অফিস ভাংচুর ও ধানের শীষের পোস্টার ছিড়ে নিয়ে আগুনে পুড়িয়ে ফেলে।
এ ব্যাপারে সুঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগ সজিব মন্ডল জনান, বিএনপির প্রার্থীরা আমাদের নৌকা প্রতীক রাতের অন্ধকারে ভাংচুর করে জঙ্গলে ফেলে রাখলে তাদেরকে বিষয়টি অবগত করার জন্য আমরা সেখানে গেলে আমাদের উপর হামলা করলে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, ‘বিএনপি অফিসে হামলার কোনো অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আব্দুল ওয়াদুদ/আর এইচ

Comments are closed.