rockland bd

বাগেরহাটের তরুণদের স্বপ্নপূরণে কাজ করতে চান শেখ তন্ময়

0

শেখ সারহান নাসের তন্ময়

ডেস্ক প্রতিবেদন, নোয়াখালী
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
শেখ সারহান নাসের তন্ময়- ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের একজন তরুণ প্রার্থী। সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখছেন বঙ্গবন্ধু পরিবারের তরুণ প্রজন্মের এই প্রতিনিধি।
শেখ তন্ময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের দৌহিত্র (নাতি) এবং আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীনের ছেলে।
বাগেরহাট-২ আসন থেকে নৌকার কান্ডারি তন্ময় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন। বাগেরহাট-কচুয়ার তরুণ ভোটাররা স্বপ্ন দেখছেন তাকে নিয়ে। সুদর্শন এবং সুবক্তা তন্ময় এরইমধ্যে নানা ভাবে মানুষের হৃদয় জয় করেছেন এমন কথা ভেসে বেড়াচ্ছে ভোটের মাঠে।
নির্বাচনী মাঠ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় তুলেছেন তন্ময়। দলীয় মনোনয়ন পাওয়ার আগেই গণসংযোগ এবং বিভিন্ন ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে নতুন প্রজন্মের এই নেতার। গণসংযোগ এবং বিভিন্ন সভা-সমাবেশকে ঘিরে তন্ময়কে দেখতে নানা বয়সের নারী-পুরুষ রীতিমত ভিড় করছেন।
এক সাক্ষাতকারে শেখ তন্ময় বলেন, ‘লাখো কোটি তরুণের মতো আমিও একটি সুন্দর ও সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখি। আমাদের দেশে প্রায় পাঁচ কোটি তরুণ এবং তাদের মধ্যে আমিও একজন। এই প্রজন্ম রক্ত চায় না, যুদ্ধ চায় না, সহিংসতা চায় না। এই প্রজন্ম চায় স্বচ্ছতা, পরিচ্ছন্নতা এবং সততা।’
৩০ ডিসেম্বর নির্বাচনে নিজের নির্বাচনী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে জানিয়ে শেখ তন্ময় বলেন, ‘বাগেরহাট-কচুয়ায় নির্বাচনী আমেজ এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। এখানে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। এই আসনের ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ৩০ ডিসেম্বর নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবে।’ স্বাধীনতার পক্ষে, শান্তির পক্ষে এবং উন্নয়নের ধারবাহিকতা ধরে রাখতে মানুষ নৌকা প্রতীকে তাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে এমন প্রত্যাশার কথা জানান তন্ময়।
তরুণদের নিয়ে ভীষণ আশাবাদী তন্ময় বলেন, ‘আমি তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছি। আমাদের এই তরুণ প্রজন্মকে কেউ হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি আশা করি, তরুণ প্রজন্ম আমাদের পাশে থাকবে।’
শেখ হাসিনা ভাইপো আরও বলেন, ‘আমরা যে সম্ভাবনাময় বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখিয়েছেন। তার স্বপ্ন আমি দেখেছি। আমার মতো লাখো তরুণও স্বপ্ন দেখেছে। যার জন্য লাখ লাখ তরুণ প্রজন্মের প্রতিনিধিরা নৌকা মার্কায় ভোট দিয়ে তাদের রাজনীতিতে আসার অবস্থান তারাই তৈরি করবে।’
দেশে উন্নয়নের ধারাবাহিকতা এবং স্বাধীনতার পক্ষে নৌকা প্রতীকে ভোট চেয়ে তন্ময় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এখানে প্রার্থী হিসেবে পাঠিয়েছে মানুষের সেবা করার জন্য। বাগেরহাটবাসী বুঝতে পেরেছে যে, আমি এখানে নেতা নয়, সেবক হতে এসেছি। আমার মনে হয়, বাগেরহাটের মানুষ আমাকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে।’
১৯৮৭ সালে জন্ম নেয়া শেখ তন্ময় ঢাকায় তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখার পর ভারতে গিয়ে স্কুলে ভর্তি হন। পরে আবার ঢাকায় ফিরে ও লেভেল এবং এ লেভেল শেষ করেন। এরপর উচ্চশিক্ষা নিতে লন্ডনে যান। চলতি বছর তিনি বাগেরহাটে আনুষ্ঠানিকভাবে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হন। সূত্র: ইউএনবি

আর এইচ

Comments are closed.