
রাজশাহী পুলিশি অভিযানে ৫৪ জন আটক
রাজশাহী প্রতিনিধি
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
রাজশাহী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে মোট গ্রেফতার হয়েছে ৫৪ জন। জেলার গোদাগাড়ী থানায় মোট গ্রেফতার ০৯ জন। তানোর থানায় ০৬, মোহনপুর ০২, পুঠিয়া থানায় ০৩ জন, বাগমারা থানায় মোট গ্রেফতার ১৬ জন, দূর্গাপুর থানায় ০৪জন, চারঘাট থানায় ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আয়নুল হকসহ চারঘাট থানায় মোট গ্রেফতার ১০ জন এবং বাঘা থানায় গ্রেফতার ০৪ জন ।
এ তথ্য নিশ্চিত করেছেন আব্দুর রাজ্জাক খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর), রাজশাহী জেলা।
ওবায়দুল ইসলাম রবি/আর এইচ