
পুলিশ দিয়ে আর যাই করেন ভোটে জিততে পারবেন না: কাদের সিদ্দিকী
টাঙ্গাইল প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘পুলিশ দিয়ে আর যাই করেন ভোটে জিততে পারবেন না। ইয়াহিয়া, টিক্কা পারেনি, শেখ হাসিনাও জোর করে ভোট নিতে পারবেনা। গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন, নিরপেক্ষ নির্বাচন করুন ভোটে আমরা জিতলে জিতবো, আপনারা জিতলে জিতবেন।’
মঙ্গলবার বিকালে টাঙ্গাইল-৪ কালিহাতী আসনে ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় কাদের সিদ্দিকী আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে ধানের শীষ। এবারের নির্বাচনে ঐক্যফ্রন্টের প্রার্থী একজনই, সেটা খালেদা জিয়া। এই প্রতীকের প্রার্থী যারা আছেন তারা সবাই উনার প্রতিনিধি।’ ভোটারদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতা ও গনতন্ত্রকে বিজয়ী করুন। আপনারা কেন্দ্রে কেন্দ্রে ভোট চোর ধরার জন্য বসে থাকবেন।’
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বঙ্গবীর বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা আমার আপা, আপনাকে বলছি, আপনার সর্বনাশ হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর কন্যা হয়ে নির্বাচনে এমন করলে, ভাবি কালে আপনাকে সৈরশাসক বলবে। আপনি গণতন্ত্রের কোন কিছুই জানেন না। পুলিশ দিয়ে আর যাই করুক, আপনি পুলিশ দিয়ে ভোটে জিততে পারবেন না। গ্রেপ্তার-হয়রানি বন্ধ করুন, নিরপেক্ষ নির্বাচন করুন। আপনার বাবা উনার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন, তিনি সারাজীবন চেয়েছেন, সরকারী প্রভাবমুক্ত নির্বাচন। কিন্তু আপনার দলের লোকের কাছে আমার প্রার্থী আটকে থাকে, এটা তো ঠিক না।’
বঙ্গবীর আরও বলেন, ৭১’র পর ৭৫ এ বেশী লোক পাওয়া যায়নি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে আমি আমার জীবন-যৌবন পার করেছি। এ জন্যেই আজ ভাল আছেন, ক্ষমতায় আছেন। দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।’
এই আসনের আওয়ামী লীগ প্রার্থী সোহেল হাজারীর সম্পর্কে তিনি বলেন, ‘আওয়ামী প্রার্থী সোহেল হাজারীর ক্যাডার বাহিনী দিয়ে পিতৃতুল্য লতিফ সিদ্দিকীর গাড়িতে হামলা করতে পারে সে নির্বাচিত হলে আর যাই হোক আপনারা শান্তিতে থাকতে পারবেননা। ৩০ তারিখে স্বাধীনতা, গনতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন।’
উপজেলা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদের সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, জেলা বিএনপির জিয়াউল হক শাহীন প্রমুখ।
হাফিজুর রহমান/আর বি