rockland bd

ফরিদপুর-১ আসনে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

0

ফরিদপুর প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

ফরিদপুর-১ আসনের বিএনপির প্রার্থী, সাবেক এমপি শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করে বলেছেন, নির্বাচনকে সামনে রেখে তার দলের নেতা-কর্মীদের গনগ্রেফতার চালাচ্ছে পুলিশ। পুলিং এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হুমকি প্রদান করছে। এছাড়া নির্বাচনী অফিস ভাংচুর করা হচ্ছে।
আজ (বুধবার) দুপুরে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছার বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। শাহ মোহাম্মদ আবু জাফর অভিযোগ করে আরো বলেন, পুলিশ অতিউৎসাহী হয়ে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতার করছে। গত কয়েকদিনে বিএনপির ৭০ জন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। প্রশাসনের ছত্রছায়ায় আওয়ামী লীগের নেতারা ভোট কারচুপির নীল নকশা করছে। ফলে নির্বাচনের সুষ্ঠ পরিবেশ এলাকায় নেই। নির্বাচনের পরিবেশ ঠিক রাখতে তিনি নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির সাধারন সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, মধুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল কাসেম, বোয়ালমারী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম, গোলাম মনসুর নাননু।
রাকিব

Comments are closed.