rockland bd

নৌকার পালে লেগেছে হাওয়া, নুয়ে পড়েছে ধানের শীষ

0

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সরগরম ভোটের মাঠ।নির্বাচনি প্রচারণর একেবারে শেষ মূহুর্তে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় প্রতিক নৌকার পালে বইছে দারুন হাওয়া, অপরদিকে বিএনপি প্রার্থির নিরবতায় নুয়ে পড়েছে ধানের শীষ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের পোস্টার, ব্যানারে ছেয়ে গেছে সিরাজগঞ্জ-৬ আসনের পুরো জনপদ। পাড়ায় মহল্লায় একেবারে ঘরে ঘরে গিয়ে চলছে ভোট প্রার্থণা ও সকাল সন্ধ্যা মাইকে চলছে নৌকা মার্কার পক্ষে প্রচার। আওয়ামী লীগ সরকারের গত ১০ বছরের উন্নয়ন ও সফলতা তুলে ধরে সাধারন মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করায় উপজেলার সর্বত্র নৌকার জোয়ার সৃষ্টি হয়েছে। এদিকে শাহজাদপুরের সাধারণ মানুষসহ সব মহলের পরিচিত মুখ এবং শাহজাদপুরের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবীদ আওয়ামী লীগের প্রভাবশালী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন ২য় বারের মত দলীয় মনোনয়ন পাওয়ায় শক্তিশালী অবস্থানে রয়েছে নৌকা প্রতীক। কৃষক, শ্রমিক, ব্যবসায়ী সকল মহলের কাছে সমান ভাবে পরিচিত এবং আপনজন হিসেবে গণ্য আলহাজ হাসিবুর রহমান স্বপন। একই সাথে দলের মানোনয়ন না পাওয়া অপর ৩জন হেভিওয়েট নেতাও নৌকা প্রতীককে বিজয়ী করতে এক সাথে কাজ করছেন । ফলে শাহজাদপুরে আওয়ামী লীগ অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। অপরদিকে এ আসনের এক সময়ের শক্তিশালী দল বিএনপি অনেকটাই নীরব। দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীদের মধ্যে নানা রকম হতাশা বিরাজ করায় নির্বাচনি উত্তাপ নেই তাদের মধ্যে। সেইসাথে শাহজাদপুরের এ আসন থেকে বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন তিনি এ অঞ্চলের মানুষের কাছে একবোরে নতুন মুখ। একইসাথে তরুন নেতা ড. মুহিতকে মনোনয়ন দেওয়ায় বিএনপি নেতাকর্মীরাও দ্বীধাবিভক্ত। ইতোমধ্যে বিএনপির বেশ কয়েকজন হেভিওয়েটসহ শত শত নেতাকর্মী দল ত্যাগ করে উঠেছেন নৌকায়। ফলে স্বাভাবিক ভাবেই বিএনপির অবস্থা এখন বঙ্গুর এবং শোচনীয়।

অন্যদিকে তুলনামূলক কম পরিচিত অন্যান্য প্রার্থীর মধ্যে রয়েছে , ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ্ব মিসবাহ উদ্দিন, বাসদের প্রার্থী আব্দুল আলীম ও সতন্ত্র প্রার্থী ঢাকা প্রেসক্লাবের সভাপতি মাসুদুর রহমান। আপেক্ষিক ভাবে কম পরিচিত হলেও ছোট এ দলগুলোর প্রার্থীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান এমপি আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন এ প্রতিবেদককে জানান, নির্বাচনে জয়ের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী। আমার বিশ্বাস আওয়ামী লীগ সরকারের গত এক দশকের নানামুখী উন্নয়নের কথা বিবেচনা করে উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে জনগন নৌকার পক্ষেই রায় দিবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষের প্রার্থী ড. এম,এ মুহিত এর সাথে মুঠোফোনে বার বার কল করে ও ক্ষুদে বার্তা প্রেরণ করেও তাকে পাওয়া যায়নি ।
মাসুদ মোশাররফ/আরবি

Comments are closed.