মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বুধবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হলো টাঙ্গাইলের মধুপুরের বনা ল অধ্যুষিত আদিবাসী সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড় দিন।
গতকাল সকালে ঈশর যীশু খ্রীষ্টের জম্মদিন উপলক্ষে এ অ লের গারো আদিবাসী সম্প্রদায়ের খ্রীষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড় দিন নানা আয়োজনে পালিত হয়।
তারা প্রভু যীশু কে তুষ্ট করার লক্ষে স্ব স্ব গির্জায় প্রার্থনা ও আরধনার মধ্যদিয়ে উৎসব মূখর পরিবেশে দিনটি পালন করেন। সকাল থেকে আড়াই ঘণ্টা চলে বাইবেল পাঠ, উপাসনা ও বিশেষ প্রার্থনা। এছাড়া মঙ্গলবার সকালে জলছত্র কর্পোস খ্রীষ্টি চার্চে এলাকার খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দেন।
বড়দিন উৎসবে কথা হয় মধুপুরের জলছত্র কর্পোস খ্রীষ্টি চার্জ আসা ময়মনসিংহের আলমগীর মেমোরিয়াল কলেজের ছাত্রী হৃদি চিসিম ও শেরপুরের ঝিনাইগাতী ওয়ার্ল্ড ভিশনের কর্মী চিত্রা চিসিম সহ স্থানীয় ঝুমুর আজীম এরা বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও খুবই শান্তি পূর্ণভাবে আমরা আমাদের ধর্মীয় উৎসব বড় দিন পালন করছি। কোন রকম বিশৃংখলা হয়নি।
ধর্মীয় উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসন আইন শৃংখলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।
হাফিজুর রহমান/আর বি