সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি,
মঙ্গলবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
গতকাল সোমবার রাতে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্নস্থান থেকে পুলিশ বিএনপি-জামায়াতের ১১ জন নেতাকর্মীকে আটক করেছে। আটককৃতরা হলো- উপজেলার স্বরপ গ্রামের ওমর আলীর ছেলে মিজানুর রহমান, একই গ্রামের হিসাব আলীর ছেলে হাশেম আলী, কাশিনাথপুর বাজারের আ: জব্বারের ছেলে আ: ছালাম, ছাতক বরাট গ্রামের জুলমত আলীর ছেলে আলমাছ হোসেন, মরিচপুরান গ্রামের মদন শেখের ছেলে রঞ্জু শেখ, কাশিনাথপুর পশ্চিমপাড়ার সাত্তার শেখের ছেলে সালেক শেখ, আতরশোভা গ্রামের ওমর আলীর ছেলে আলহাজ আলী, মুকিদহ গ্রামের রজব আলীর ছেলে হারেজ আলী, মাহমুদপুরের বদর প্রাং এর ছেলে নিজাম উদ্দীন, সোনাতলা রৈরাগীপাড়ার কেসমতের ছেলে হাসমত, একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে রাশেদুল।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, নৌকার নির্বাচনী প্রচার অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় এদের গ্রেফতার করা হয়েছে।
আব্দুদ দাইন