rockland bd

বরগুনায় জেএমবির সক্রিয় সদস্য র‌্যাবের হাতে আটক

0

আটক আল-আমিন

বরিশাল ব্যুরো,
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বরগুনা জেলা সদরে অভিযান চালিয়ে আল-আমিন (২৮) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।
গতকাল রবিবার সন্ধ্যায় র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আল আমিন সদর থানার দক্ষিণ ইটবাড়িয়া এলাকার মৃত আ. হামিদ মুসল্লির ছেলে।
এতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আল-আমিন স্বীকার করেছে সে জেএমবির সক্রিয় সদস্য ও বরিশাল কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একটি মামলায় এজাহার নামীয় আসামি।
এছাড়া বিভিন্ন গোয়েন্দা তথ্য ও আটক করা অন্যান্য আসামিদের কাছ থেকে জানা যায়, আল-আমিন মাদ্রাসার শিক্ষকতার পাশাপাশি উগ্রপন্থী বিভিন্ন সদস্যের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়। দীর্ঘ দিন যাবৎ সে দেশের বিভিন্ন এলাকায় জেএমবির প্রচারণার কাজ চালিয়ে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার টাউন হল বাসস্ট্যান্ড সংলগ্ন উকিলপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

শাহ্ মুহাম্মদ সুমন রশিদ/আর এইচ

Comments are closed.