
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি,
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সাল মোজাদ্দেদী বলেন, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন হয়েছিল গরিব দুঃখি মানুষের মুখে হাসি ফুটাতে। গরিব মানুষ ফ্লাইওভার চায় না, চায় মোটা ভাত মোটা কাপড় আর শান্তিতে বসবাস করতে। বর্তমানে গনতন্ত্রের নামে চলছে বৃটিশের আদলে জমিদার বানানোর ভোট।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ৪ কাউনিয়া-পীরগাছা আসনে জাকের পার্টির প্রার্থী লায়লা আনঞ্জুমান আরা বেগম লাকীর নির্বাচনী পথসভায় আজ সোমবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আপনারা তাদের কথায় টাকা নিয়ে ভোট দিবেন না। আপনাদের এলাকার সকল সমস্যর সমাধান করতে এবং গরিব দুখি মানুষের মুখে হাসি ফুটাতে আগামী ৩০ তারিখ জাকের পার্টির মনোনিত প্রার্থী লায়লা আনঞ্জুমান আরা বেগম লাকী কে গোলাপ ফুল মার্কায় ভোট দিবেন।
নির্বাচনী পথ সভায় অন্যান্যদের মাধ্যে বক্তব্য রাখেন রংপুর বিভাগ জাকের পাটির সাধারন সম্পাদক খন্দকার সুলতান মাহমুদ, রংপুর জেলা সাধারন সম্পাদক আশরাফুজ্জামান কাউনিয়া উপজেলা জাকের পাটি সভাপতি আঃ কুদ্দুছ, পীরগাছা জাকের পাটির সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং লায়লা আনঞ্জুমান আরা বেগম লাকী প্রমূখ।
সারওয়ার আলম মুকুল/আর এইচ