
‘নৌকা মার্কায় ভোটদিন, উন্নয়ন বুঝে নিন’
রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি,
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
‘আমাকে নৌকা মার্কায় ভোট দিন উন্নয়ন বুঝে নিন’। আজ সোমবার সন্ধ্যায় আটঘড়িয়া বাজার চত্বরে, ধানগড়া ইউনিয়নের ৯নং ওর্য়াড আ’লীগ আয়োজিত নির্বাচনী পথসভায় সিরাজগঞ্জ-৩(রায়গঞ্জ-তাড়াশ) আসনের দলীয় মনোনিত প্রার্থী অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ একথা বলেন।
ওয়ার্ড আ’লীগের সভাপতি মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ উদ্দিন খান, যুগ্ন সাধারণ সম্পাদক ফেরদৌস আলম তালেব, জেলা পরিষদ সদস্য ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো, ধানগড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি গাজী আব্দুল হামিদ সরকার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুম, ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম তালুকদার মনি, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।
বক্তাগণ গত শুক্রবার বিকালে আটঘড়িয়া বাজার চত্বরে আ’লীগের নির্বাচনী সভায় জামায়াত-বিএনপির সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ভোটারদের উদ্দেশ্য করে তারা বলেন, জামায়াত-বিএনপির জঙ্গী, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলুন।
আতিক মাহমুদ আকাশ/আর এইচ