বেনাপোল (যশোর) প্রতিনিধি
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ধানের শীষ প্রতীক নিয়ে ঐক্যফ্রন্টের নেতা ও বিএনপি’র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি’র বিশাল মিছিল বের করা হয়। আজ বেলা ১১ টার দিকে বেনাপোলের কাগজ পুকুর থেকে মিছিলটি শুরু হয়ে বেনাপোল বাজারে এসে মেষ শেষ হয়। এলাকায় দীর্ঘদিন অনুপস্থিতি থাকার পরও তৃপ্তি’র সমর্থন রয়েছে বলে এলাকার নেতা কর্মীরা আশা প্রকাশ করেছেন। বিশাল ঐ মিছিলে স্থানীয় তোদের মধ্যে অংশ গ্রহন করেন। এসময় এ নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধূ, সাধারন সম্পাদক হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,যুবদল,ছাত্রদল ও প্রমুখ।
মোঃ রাসেল ইসলাম/রিপন