rockland bd

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন শেখ আফিল উদ্দিন এমপি

0

যশোর প্রতিনিধি
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন। এসময় তিনি সকল দ্বিধাদন্ধ ভূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। ঘরে ঘরে নৌকার পক্ষে ভোট চাইতে হবে। জনগণের কাছে সরকারের উন্নয়ন কাজ তুলে ধরতে হবে। আজ সকাল সাড়ে ১১টার দিকে ডিহি ইউনিয়নের গোকর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী গনসংযোগ কালে পথসভায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, আফরোজা খাতুন, রেজাউল সরদার, নজরুল ইসলাম, আনিসুর রহমান প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান ,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, চেয়ারম্যান সোহারাব হোসেন, ডিহি ইউপি চেয়ারম্যান হোসেন আলী, প্যানেল চেয়ারম্যান আমির হোসেন রানা, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, যুগ্ম সাধারণ সাইদুর রহমান, সাংগঠনিক আব্দুল জলিল,কৃষকলীগ সভাপতি মতিয়ার রহমান, যুবলীগ সভাপতি ফজলুর রহমান, সহ-সভাপতি শফিউদ্দিন সাফা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ, ছাত্রলীগ সভাপতি আয়ুবব খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সোহেল রানা/রাকিব

Comments are closed.