rockland bd

পীরগঞ্জে আধাবেলা হরতাল, মানববন্ধন ও বিক্ষোভ

0

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
সোমবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার নাকাটিহাটের বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম ওরফে ছুটুবাউ হত্যাকারীদের ফাঁসির দাবীতে আধাবেলা হরতাল, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও শোক সভা হয়েছে। গতকাল সকালে নাকাটিহাট ব্যবসায়ী সমিতির সিদ্ধান্তে সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত নাকাটিহাটের সব দোকানপাট বন্ধ ছিল। এ সময় এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদ সামনে এসে সহস্রাধিক স্থানীয় জনতা মানববন্ধন করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে শোক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা এসএম নাসিম উদ্দীন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম, গৌতম চন্দ্র রায়, নাকাটিহাট স্কুলের প্রধান শিক্ষক নুরুল আমিন, ব্যবসায়ী সমিতির সভাপতি ডাঃ ময়েজ উদ্দীন ও এনামুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগন অবিলম্বে তাইজুল হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য উপজেলার নাকাটিহাট এর বিশিষ্ট মুদি দোকান ব্যবসায়ী তাইজুল ইসলাম ওরফে ছুটুবাউ বুধবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় বারমনি ব্রিজের কাছে দুর্বৃত্তের হাতে নিহত হয়। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, তদন্ত চলছে, হত্যাকান্ডের রহস্য উন্মোচনে পুলিশ তৎপর আছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে আনিসুর রহমান ও সোলেমান আলী নামে দুইজনকে আটক করা হয়েছে।
এন কে রানা/রাকিব

Comments are closed.