বরিশাল ব্যুরো
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
‘‘আমি কাজের মাধ্যমে আপনাদের মধ্যে বেঁচে থাকতে চাই। আপনাদের মধ্যে থাকা থেকে আমাকে বঞ্চিত রাখবেন না। আপনারা আমাকে বার বার নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি সর্বদা আপনাদের পাশে থাকব।
গত শনিবার সন্ধ্যায় রাজিহার ইউনিয়নের ২নং ওয়ার্ড আ’লীগের আয়োজনে রাংতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই ইউনিয়নের সহ-সভাপতি ও ভোট কেন্দ্র পরিচালনার আহ্বায়ক নূর মোহম্মদ আকনের সভাপতিত্বে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল-১ আসনে আ’লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপনের প্রতি ইঙ্গিত করে আরও বলেন, গত ১৮ ডিসেম্বের নিজ বাড়িতে সে সংবাদ সম্মেলনে ২০০১ সালে সংখ্যালঘু নির্যাতনের দায় স্বীকার করেছে। ওর জনগণের ভোট চাওয়ার কোনো অধিকার নেই। ওর লজ্জা থাকা উচিত। ও নিজে একজন স্ব-ঘোষিত অপরাধী। এজন্য তার বিচার হওয়া উচিত। ওকে ভোটের মাঠে প্রতিহত করে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে নিজেকে ও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি। এসময় তিনি এলাকা ও দেশের বিভিন্ন উন্নয়নের খন্ড- চিত্র সাধারণ জনগণের কাছে তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি’র তিন শতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তৈরি নৌকা দিয়ে আ’লীগে যোগদান করেন। উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সচিব, সাবেক রাষ্ট্রদূত ও রাংতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, কেন্দ্রীয় আ’লীগ নেতা অ্যাড. বলরাম পোদ্দার, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ নেতা গোলাম মোর্তুজা খান, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার। সভায় উপস্থিত ছিলেন জেলা আ’লীগ নেতা এমপি পুত্র সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আ’লীগ নেতা অ্যাড. দেবদাস সমদ্দার, উপজেলা আ’লীগের নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সেরনিয়াবাত, আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রমুখসহ স্থানীয় আ’লীগ নেতৃবৃন্দ।
শাহ্ মুহাম্মদ সুমন রশিদ/রাকিব
- সংবাদ শিরোনাম
- করোনার টিকা কেনার স্বচ্ছতা নিয়ে টিআইবি’র উদ্বেগ
- ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা মার্কিন বিদায়ী প্রশাসনের
- ওয়াজ মাহফিলের অনুমতি দিতে কড়াকড়ির অভিযোগ
- ক্যাপিটল হিলের দাঙ্গায় উস্কানি দেয়ায় আবারো অভিশংসিত ট্রাম্প
- নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর
- চীন-পাকিস্তানের যৌথ আক্রমণ রুখতে আমরা তৈরি: ভারতীয় সেনাপ্রধান
- কুয়েতের মন্ত্রীদের একযোগে পদত্যাগ
- সিরিয়ার ওপর আবার আগ্রাসন চালালো ইসরাইল
- ভারতে আরো এক প্রতিষ্ঠানের করোনার টিকা সরবরাহ কাজ শুরু
- বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়া রোহিঙ্গারা পাসপোর্ট পাবেন: পররাষ্ট্রমন্ত্রী