rockland bd

কচুয়ায় ন্যাশনাল সার্ভিস কর্মীদের নৌকায় ভোট চেয়ে গণসংযোগ

0

চাঁদপুর সংবাদদাতা
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে আওয়াসী লীগ মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীরের বিজয় নিশ্চিত করার লক্ষে নৌকা প্রতীকে গণসংযোগ, লিফলেট বিতরণ ও প্রচারণা করেছেন কচুয়া উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

গতকাল সকালে উপজেলার উত্তর পালাখাল সফিবাদ, নয়কান্দি, আশারকোঠা সহ কয়েকটি গ্রামে ন্যাশনাল সার্ভিস কর্মীরা গণসংযোগ করেন। এসময় ন্যাশনাল সার্ভিস কর্মী অলি উল্যাহ প্রধান, জিসান আহমেদ নান্নু, সুমন মিয়া , জুয়েল সরকার, আয়েশা সিদ্দিকা রুমা, মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু/রিপন

Comments are closed.