নেত্রকোনা প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর, পুলিশের হয়রানি, গণগ্রেফতার, মিথ্যা মামলা, নির্বাচনী প্রচারে বাধার প্রতিবাদে গতকাল কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, প্রতীক বরাদ্দের পর থেকে তিনি নির্বাচনী প্রচারণায় নামেন। এর থেকেই তাকে নির্বাচনী প্রচারণায় বাধা দেয়া হচ্ছে। পুলিশ ও সরকার দলীয় নেতাকর্মীরা বাদী হয়ে কেন্দুয়া থানায় ৬৬৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ ও ৪৪০ জন অজ্ঞাত এবং আটপাড়া থানায় ২১৮জন দলীয় নেতাকর্মীর নাম উল্লেখ ও অজ্ঞাত ১৬০জন নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। গ্রেফতার আতংকে বিএনপির নেতাকর্মীরা এলাকাছাড়া। নির্বাচন ঘনিয়ে আসলেও অদ্যাবধি নির্বাচনী এলাকায় পোষ্টার লাগানো, মাইকিং করতে আওয়ামী লীগ ও পুলিশ বাধা প্রদান করছে। তিনি প্রথম দিকে নির্বাচনী প্রচারণায় নামলেও গত ৫দিন ধরে প্রচারণা বন্ধ রেখেছেন। আজ রোববার থেকে প্রচারণায় নামবেন, কারন সেনা বাহিনী মাঠে নামছে। তিনি মনে করেন সেনা বাহিনী অন্তত নিরপেক্ষ আচরণ করবে। নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার বিষয়ে তিনি জেলা রিটার্নিং অফিসার এবং সহকারী রির্টানিং অফিসারের কার্যালয়ে ১২টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু কোন অভিযোগের প্রতিকার মিলছে না। আগামী ৬দিন নির্বাচনী প্রচার-প্রচারনায় বাধা না দেয়ার জন্য তিনি প্রধান নির্বাচন কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মতিয়র রহমান ভুইয়া, সদস্য সৈয়দ মাহমুদুল ইসলাম ফারুক প্রমুখ।
খলিলুর রহমান শেখ/রাকিব