rockland bd

নীলফামারীতে অ্যাপ ব্যবহারে যুবদের মতবিনিময়

0

নীলফামারী জেলা প্রতিনিধি
রবিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নীলফামারীতে মোবাইল অ্যাপ ব্যবহারের মাধ্যমে সরকারি সেবা নিশ্চিত করণে যুবদের সঙ্গে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
একশন এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারী সংস্থা ইউএসএস নীলফামারীর আয়োজনে গতকাল শনিবার ইউএসএস প্রশিক্ষণ কেন্দ্রে অর্ধ দিনের ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় যুবদের অ্যাপ ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বক্তরা বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রযুক্তির বিকল্প নেই। এটি কাজে লাগিয়ে যুবরা উন্নত বাংলাদেশ গড়তে পারবেন।
যুবদের পক্ষে একশন এইড বাংলাদেশের প্রতিনিধি নাজমুল হুদা বলেন, ইউএসএস এমন একটি অ্যাপ তৈরী করবে সেখানে যুব সমাজের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় জানা যাবে। ওই অ্যাপের মাধ্যমে সরকারি সকল সুযোগ সুবিধা সহজে ডাউনলোড করে ব্যবহারিক জীবনে কাজে লাগানো সম্ভব হবে। যুবরা তাদের মতামত আদান প্রদানসহ বিনোদন মূলক তথ্যের মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবেন।
নীলফামারী মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সারওয়ার মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তৃতা করেন, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, যুব উন্নয়নের উপ-পরিচালক আব্দুল ফারুক, ইউএসএস এর নির্বাহী পরিচালক আলাউদ্দিন আলী, ইউএসএস এর প্রকল্প সম্বয়কারী কায়কোবাদ, সাংবাদিক তাহমিন হক প্রমুখ।

বিজয় চক্রবর্তী কাজল/আর বি

Comments are closed.