rockland bd

জেগে ওঠো বাঙালি, কাণ্ডারি প্রস্তুত: ড. কামালের ভিডিও বার্তা

0

ড. কামাল হোসেন

ডেস্ক প্রতিবেদন, ঢাকা
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার অংশ হিসেবে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও মির্জা ফখরুল তরুণদের উদ্দেশে এক ভিডিও বার্তায় তাঁদের জেগে উঠতে বলেছেন। তাঁদের ওপর ভরসা করে বলেছেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণেরাই ঠিক করবেন।
শুক্রবার (২১ ডিসেম্বর) জাতীয় ঐক্যফ্রন্টের অফিসিয়াল ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করার পর তা প্রায় ৫ লাখ ভিউ হয়েছে। শেয়ার হয়েছে কয়েক হাজার।
এক মিনিট ৪৪ সেকেন্ডব্যাপী ভিডিওটির শুরুতেই ড. কামাল হোসেনকে লাঠি ভর দিয়ে একটি অন্ধকার ঘরের দরজা খুলে আলোকিত করার দৃশ্য দেখানো হয়েছে।
এর পরে বিভিন্ন দৃশ্য দেখানো হয়েছে এবং একজন তরুণের কণ্ঠে বলা হয়েছে..
‘বাংলাদেশ কে? তুমিই তো বাংলাদেশ। আরে, বাংলাদেশ তো তুমিই। এই যে তুমি, ২৫ বছরের ছেলেটা, স্বপ্ন দেখছো নিজের পায়ে দাঁড়ানোর। আর ওই যে তুমি, ২২ বছরের মেয়েটা, জয় করতে চাও এভারেস্টকেও; আরে, তুমিই তো বাংলাদেশ।’
‘তুমি হার মানোনি, আমি জানি। অদূর ভবিষ্যতেও তোমার মতো করে বাংলাদেশও হার মানবে না। ৭১-এর ডিসেম্বরে বিজয় এসেছে তোমার হাত ধরে। ৯০-এর ঠিক এই ডিসেম্বরেই গণতন্ত্রকে নতুন জীবন দিয়েছো। বিশ্বাস করি, ২০১৮’র ডিসেম্বরেও তুমি জেগে উঠবে। জেগে উঠবে নতুন সূর্যের মতো দৃপ্ত হয়ে, নতুন দিনের আহ্বানে।’
‘আমি উজ্জ্বল ভবিষ্যতের কথা বলতে এসেছি। কারণ, আমি অস্থির সময় দেখে এসেছি। আর তাই আমি ফিরে এসেছি, তোমাদেরই ভরসায়।’
ভিডিওর এ পর্যায়ে তরুণের কণ্ঠে বক্তব্য শেষ হওয়ার পর পুনরায় কামাল হোসেনকে দেখানো হয়েছে। ভিডিওর শুরুতে কামাল হোসেন যে অন্ধকার ঘরের দরজা খুলে আলোকিত করছিলেন ভিডিওর শেষে সেই ঘরের ভেতর দিকে মুখ করে বলেন, ‘জেগে ওঠো বাঙালি, কাণ্ডারি প্রস্তুত’। এরপর জাতীয় ঐক্যফ্রন্টের লোগো ভেসে ওঠে।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

আর এইচ

Comments are closed.