rockland bd

রাবিতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান

0

রাবিতে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের ক্রেস্ট প্রদান

রাবি প্রতিনিধি,
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রী হলগুলোর আয়োজনে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান ও বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া।
এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফ, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক এম হুমায়ুন কবীর, মন্নুজান হল প্রাধ্যক্ষ অধ্যাপক জিন্নাত ফেরদৌসী, রহমতুন্নেসা হল প্রাধ্যক্ষ অধ্যাপক রুকসানা বেগম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রাধ্যক্ষ অধ্যাপক বিথীকা বণিক প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রোকেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোর্বারা সিদ্দিকা ও ধন্যবাদ জ্ঞাপন করেন তাপসী রাবেয়া হল প্রাধ্যক্ষ অধ্যাপক সাবিনা সুলতানা।
বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওসমান গনি তালুকদার, উপাচার্য পত্নী মনোয়ারা সোবহান, উপ-উপাচার্য পত্নী রমা পোদ্দার, উপ-উপাচার্য পত্নী শরিফা জাকারিয়া, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রভাষ কুমার কর্মকার ও ছাত্রহল সমুহের প্রাধ্যক্ষ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেষে পরিবেশিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য যে, এবারই প্রথম বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রীহল সম্মিলিতভাবে এই বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ক্রেস্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন করল।

রিজভী আহমেদ/আর এইচ

Comments are closed.