rockland bd

লালমনিরহাটে সংবাদ সম্মেলনে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

0

লালমনিরহাট প্রতিনিধি
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

গ্রেফতারী পরোয়ানা ছাড়া গ্রেফতার ও সাদা পোষাকে পুলিশ নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রেফতার অব্যাহত রেখেছে। তাই স্বাভাবিক নির্বাচনী প্রচারণা করা সম্ভব হচ্ছেনা। আজ দুপুরে লালমনিরহাটের মিশনমোড় এলাকায় বিএনপির নির্বাচনী অফিসে অনুষ্টিত এক সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সদর-০৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী আসাদুল হাবিব দুলু এসব অভিযোগ করেন। তিনি আরো অভিযোগ করে বলেন, রাষ্ট্রযন্ত্র আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছে। গ্রামে গঞ্জে ভোটারদের ভয় ভীতি দেখানো হচ্ছে যাতে করে ভোটারা ভোট কেন্দ্রে যেতে নিরুৎসাহিত হয়। সংবাদ সম্মেলনে ২৮ জন নেতাকর্মী আটকের তথ্য দিয়ে দুলু আরো বলেন,‘ ২৮ জনের মধ্যে ১৪ জনের নামে কোন মামলা বা ওয়ারেন্ট নেই।’ এদিকে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরপরই মিশন মোড় এলাকা থেকে জেলা কৃষকদলের সভাপতি এডভোকেট নজরুল ইসলামকে আটক করে র‌্যাব। লালমনিরহাট সদর থানা পুলিশ নজরুল ইসলামকে র‌্যাব কর্তৃক আটকের বিষয়টি নিশ্চত করলেও কোন অভিযোগ কিংবা মামলায় আটক করা হয়েছে তা জানাতে পারেনি।

আশিকুর রহমান ডিফেন্স/রাকিব

Comments are closed.