rockland bd

প্রশাসনকে নিরপেক্ষ ও পুলিশকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান সিইসির

0

প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

ডেস্ক প্রতিবেদন,
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
প্রশাসন নিরপেক্ষ থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করলে নির্বাচন সুষ্ঠু হবে।
তিনি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
আজ শনিবার ময়মনসিংহের টাউন হল তারেক স্মৃতি মিলনায়তনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সিইসি এসব কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচনে সহিংসতা বা প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ নেই। সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের প্রতি বিশেষ নজর দিতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, সেনাবাহিনীর ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. সুভাষ চন্দ্র বিশ্বাস, জেলা পুলিশ সুপার শাহ মো. আবিদ হাসান প্রমুখ।

আর এইচ

Comments are closed.