রাজারহাট (কুড়গ্রিাম) প্রতনিধি
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
কুড়িগ্রামে রাজারহাটে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার করার জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ও বিকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে দুটি শিফটে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৩ টি ভেন্যুতে মোট ৬৩ জন প্রিজাইডিং অফিসার, ৩১৪জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৬২৬জন পোলিং অফিসারদের প্রশিক্ষণ দেয়া হয়।
এতে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সুলতানা পারভীন,জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর আলম রাকিব,জেলা পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা এটিম জিল্লুফা ইয়াছিম, উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধান,কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাচন অফিসার রাজিব আহসান,রাজারহাট নির্বাচন অফিসার ওয়াজেদ আলী,ট্রেইনারসহ প্রমুখ।
রাজারহাট উপজেলায় ১লাখ ৪২ হাজার ৩৭১জন ভোটারের জন্য ৭ ইউপির ৬০টি কেন্দ্রে ২৯৯টি বুথে ভোট নেওয়ার জন্য অফিসারদের প্রস্তুত করা হয়।
এ.এস.লিমন/আর বি