rockland bd

নেপালে কলেজ বাস খাদে পড়ে নিহত ২১

0

বিদেশ ডেস্ক
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নেপালের দক্ষিণাঞ্চলে তুলসিপুর এলাকায় একটি কলেজ বাস পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। হতাহতদের বেশিরভাগই কলেজ শিক্ষক ও শিক্ষার্থী।
গতকাল শুক্রবার একটি শিক্ষা সফর শেষে ফিরে আসার সময় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দাং জেলা থেকে একটি শিক্ষা সফর শেষে ঘোরাহি শহরে ফিরছিল শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী ওই বাসটি। পথিমধ্যে তুলসিপুর পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
তিনি বলেন, বাসটি রাস্তা থেকে প্রায় ৫০০ মিটার নিচে পানিতে ডুবে যায়। আহত ১৫ জনকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সূত্র: আলজাজিরা ও বিবিসি।

আর এইচ

Comments are closed.