rockland bd

শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মান্নার গণসংযোগ

0

শিবগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে মান্নার গণসংযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি,
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী ও নাগরিক ঐক্য’র আহবায়ক মাহমুদুর রহমান মান্না তার নির্বাচনী এলাকা শিবগঞ্জের দেউলি ও সৈয়দপুর ইউনিয়নের খেরুয়া বটতলা, জগন্নাথপুর, বড়িয়াহাট, রহবল, পাকুড়তলা, ভাঙ্গামোড়ে দিনভর ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও পথসভা করেন।
পথ সভায় তিনি খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে ভোট চান। তিনি বলেন, আপনারা ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়া মুক্ত করবেন। এ সময় গণসংযোগে স্থানীয় বিএনপির ও ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দের মধ্য উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাঃ সম্পাদক এম.আর ইসলাম স্বাধীন, সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান মতিন, ডাঃ আশিক মাহমুদ স্বাধীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারমান বিউটী বেগম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আঃ করিম, রুহুল আমিন ফটু, নাগরিক ঐক্য নেতা এনামুল হক সরকার, সাগর প্রমুখ।

রাশিদুর রহমান/আর এইচ

Comments are closed.