rockland bd

সৈয়দপুরে এক ব্যবসায়ীসহ জামায়াত নেতা আটক

0

নীলফামারী প্রতিনিধি,
শনিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নীলফামারীর সৈয়দপুরে এক ইলেকট্রনিক পণ্যের শো’রুম ব্যবসায়ীসহ এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে (২১ ডিসেম্বর) আটককৃতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর
শাহপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটক জামায়াত নেতার নাম মো: খয়রাত হোসেন বসুনিয়া। তিনি জামায়াতের শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি। অপরদিকে আটক ব্যবসায়ীর নাম মো: হায়দার আলী। তিনি সৈয়দপুর শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের মেসার্স কায়সার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী। তার ভাই মোস্তফা জামান কাওসার জামায়াত কর্মী বলে জানা গেছে।
আটক উভয়ের বাড়ি উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর শাহপাড়ায়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃত ব্যক্তিদের নীলফামারী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

সৈয়দা রুখসানা জামান শানু/আর এইচ

Comments are closed.