
এ দেশের খুনিরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিলো: আব্দুল কুদ্দুস এমপি
গুরুদাসপুর প্রতিনিধি,
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস বলেছেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসীর রক্ত দিয়ে নয়, সকল বাঙালির রক্ত দিয়ে স্বাধীন হয়েছিল এ দেশ। এই দেশের মহানায়ক বঙ্গবন্ধুকে হত্যা করতে পারেনি চিরশত্রু পাকিস্তানীরা। কিন্তু এ দেশের খুনিরাই তাকে হত্যা করেছিলো।
আর জিয়াউর রহমান বিএনপি নামক দল গঠন করে খুনি ডালিম-মোস্তাকসহ যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলো।
আজ শুক্রবার বিকেল ৪টায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর হরিবাসর মন্দিরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি (আব্দুল কুদ্দুস এমপি) এসব কথা বলেন। বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ গুরুদাসপুর উপজেলা ও পৌর কমিটির যৌথ আয়োজনে ওই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা কমিটির সভাপতি শ্রী ধীরেন্দ্র নাথ ঘোষ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌর মেয়র ঊমা চৌধুরী জলি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নাটোর শাখার আহবায়ক চিত্তরঞ্জন সাহা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগ সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. আনিসুর রহমান, পুজা উদযাপন পরিষদ গুরুদাসপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের গুরুদাসপুর পৌর শাখার সভাপতি প্রভাষক আনন্দ কুমার শীল, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার কালা, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বিজয় শংকর রায় পুলক, নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু প্রমুখ।
সভা শেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদসহ সকল হিন্দু সম্প্রদায় ৩০ ডিসেম্বর একযোগে
নৌকায় ভোট দিবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
মো. আখলাকুজ্জামান/আর এইচ