rockland bd

বগুড়া-৫ আসনে আ’লীগ ও বিএনপি প্রার্থীর গণসংযোগ

0

গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক সাংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি,
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী গণসংযোগ করেছে।
আজ ২১ ডিসেম্বর শুক্রবার দুই প্রার্থী উপজেলা শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক সাংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শফিকুল আলম তোতা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাইদুল ইসলাম, মামুনুর রশিদ আপেল প্রমুখ।
আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমানের গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামলীগের সভাপতি ও পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ-সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী প্রমুখ।
অপরদিকে উপজেলা শেরুয়া বটতলা এলাকায় নৌকার সমর্থনে বিশাল মোটরসাইকেল র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

মোঃ আব্দুল ওয়াদুদ/আর এইচ

Comments are closed.