rockland bd

রাস্তায় আগুন জালিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে বাধা

0

রাস্তায় আগুন জালিয়ে ঐক্যফ্রন্ট নেতাদের গাড়িবহরে বাধা

স্টাফ করেসপন্ডেট, নারায়ণগঞ্জ
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নারায়ণগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলান আলমগীরসহ ঐক্যফ্রন্ট নেতাদের সমাবেশে যোগদানে আসার পথে রাস্তায় রাস্তায় আগুন জালিয়ে বাধা দেয়া হয়েছে।
আজ শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেল ৩টায় মদনপুর এলাকায় ও বন্দরের বিভিন্ন প্রবেশ পথে এ বাধা দেয়া হয়।
বিকেলে বন্দরের সোনাকান্দা স্টেডিয়ামে এ সমাবেশ হবার কথা। ইতোমধ্যে মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে আসতে শুরু করেছেন।
নারায়ণগঞ্জ ৫ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এস এম আকরাম জানান, আমাদের মহাসচিবকে আসতে পথে পথে বাধা দেয়া হচ্ছে। আমরা স্টেজ করতে পারিনি বাধায়, এমনকি একটি ট্রাক আনার সময় সেটিও বাধা দিয়ে আটকে রাখা হয়েছে।

মোঃ মামুন মিয়া/আর এইচ

Comments are closed.