রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল-পাঠানের বাসভবনে বোমা হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান গত বৃহঃপতিবার রাত সাড়ে ১০টার দিকে দুই জন দূর্বৃত্ত মটর সাইকেল যোগে এসে মেয়রের টিনশেড বাসভবনে বোমা নিক্ষেপ করে দ্রুত ঘটনা স্থল থেকে পালিয়ে যায়। এ সময় বিকট শব্দে বোমা বিষ্ফোরীত হলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি । খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে বলে মেয়র জানান। এ ব্যাপারে আজ শুক্রবার মেয়র আব্দুল্লাহ আল-পাঠান বাদী হয়ে ২৬ জনকে আসামী করে ও ২৫/২৬ জন অজ্ঞাত দূর্বৃত্ত দলের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় মামলা দায়ের করেন।
বোমা হামলার প্রতিবাদে পৌর আওয়ামী লীগ আজ বেলা ১১টার দিকে রায়গঞ্জ প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর আ’লীগের সভাপতি আলহাজ বাবুল আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কে.এম রফিকুল ইসলাম, পৌর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, ওয়ার্ড আ’লীগ সভাপতি ওবায়দুল ইসলাম চপল, যুবলীগ নেতা খন্দকার সেলিম প্রমুখ । বক্তাগণ বলেন অবিলম্বে মেয়রের বাসভবনে বোমা হামলাকারী বিএনপি জামায়াতের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
আতিক মাহমুদ আকাশ/আর বি