rockland bd

ফরিদপুরের জেলা প্রশাসককে উড়োচিঠি দিয়ে হুমকি

0

ফরিদপুর প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:

ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়াকে উড়ো চিঠির মাধ্যমে প্রণনাশের হুমকি দেয়া হয়েছে। ডাকযোগে অজ্ঞাতনামা ব্যাক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জান মালের ক্ষতি করার হুমকি দেয়া হয়।
জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া গত বুধবার এ চিঠিটি পান। তবে বৃহস্পতিবার তিনি নির্বাচন কমিশনকে এ বিষয়ে জানানোর পর বিষয়টি প্রকাশ করেন।
জেলা প্রশাসক প্রথম আলোকে জানান, খামের উপর গোপনীয় লেখা চিঠিটি অফিসের সিএ’র মাধ্যমে তার হাতে পৌছে। লাল ও সবুজ কালি দিয়ে লেখা চিঠটি তদন্ত ও পরীক্ষা-নিরীক্ষা করার জন্য গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, চিঠিতে তাকেসহ তার পরিবারের সদস্যদের ক্ষতিসাধন করা হবে মর্মে হুমকি দেওয়া হয়েছে।
তিনি জানান, একই ধরনের চিঠি মাদারীপুর ও নোয়াখালীর জেলা প্রশাসককেও দেয়া হয়েছে বলে তিনি শুনেছেন। তবে তিনি জানান, নির্বাচনের জেলা রিটার্নিং অফিসার হিসেবে এই চিঠিতে তিনি মোটেও বিচলিত নন। তিনি বলেন, চিঠির নিচে লেখা রয়েছে ‘চলমান’। এ থেকে অনুধাবন করা যাচ্ছে আগামীতেই তাকে এ জাতীয় আরও হুমকিমূলক চিঠি দেওয়া হতে পারে। তিনি বলেন, এ জাতীয় হমকিমূলক চিঠি তিনি এর আগেও পেয়েছেন যখন সহকারি রিটার্নিং কর্মকর্তা হিসেবে তিনি দ্বয়িত্ব পালন করেছেন।
কে এম রুবেল/আর বি

Comments are closed.