rockland bd

যশোরে মায়ের উপর অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

0

যশোর প্রতিনিধি
শুক্রবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
যশোরের মণিরামপুরে মায়ের উপর অভিমান করে পূজা দাস (১৫) নামে এক স্কুল ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে নীজ বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পূজা উপজেলার লেবুগাতী গ্রামের প্রদীপ দাসের মেয়ে ও কালারহাট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। তার মা তৃপ্তি রানী রায় লেবুগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
কাকাতো ভাই স্বপন দাস জানান, পুজা এবার স্থানীয় কালারহাট মাধ্যমিক বিদ্যালয় থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার ফলাফল প্রকাশিত হয়। কিন্তু ফলাফলে সন্তুষ্ট হতে পারেনি পূজার মা। তিনি মেয়েকে বকাঝকা করেন। সেই অভিমানে বিকেলে বাবা-মা বাড়িতে না থাকায় পূজা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সোহেল রানা/আর বি

Comments are closed.