rockland bd

ইসলামপুরে জাতীয় পার্টির বিশাল নির্বাচনী জনসভা

0

ইসলামপুরে জাতীয় পার্টির বিশাল নির্বাচনী জনসভা

জামালপুর প্রতিনিধি,
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় পার্টির উদ্যোগে বিশাল এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার গুঠাইল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ওই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জাতীয়
পার্টি মনোনীত জামালপুর-২ ইসলামপুর আসনে এমপি পদপ্রার্থী মোস্তফা আল মাহমুদ।
সকাল থেকে বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌর জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মিছিল নিয়ে হাজির হন জনসভাস্থলে। এছাড়া ওই এলাকায় জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদের বাড়ি হওয়ায় আঞ্চলিকতার টানে নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে মিছিলে মিছিলে উপস্থিত হন জনসভায়।
উপজেলার চিনাডুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ কে এম হাবিবুর রহমান হবি অনুষ্ঠিত ওই জনসভায় সভাপতিত্ব করেন। উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপুর সঞ্চালনে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ন আহ্বায়ক আব্দুস সালাম ঘুনু, আনোয়ার হোসেন, নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান বাদল প্রমুখ।
‘ইসলামপুরকে মডেল উপজেলায় ডিজিটাল বাংলা গড়ার প্রত্যয়ে উপজেলার পশ্চিমাঞ্চলের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে এমপি পদপ্রার্থী মোস্তফা আল-মাহমুদ বলেন- ইসলামপুরের পশ্চিমাঞ্চলের মানুষ দীর্ঘ দিন থেকে যমনা নদী ভাঙনের শিকার হয়ে আসছেন। এ এলাকার মানুষের ভোটে বারবার এমপি নির্বাচিত হন। কিন্তু বড়ই পরিতাপের বিষয় হচ্ছে, আমাদের ভোটে বারবার এমপি নির্বাচিত হলেও এ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। তারা মধুর কথায় ভোট ভাগিয়ে নিয়ে বেমালুম ভুলে যান। মনে রাখবেন- আমি মোস্তফা আল মাহমুদ, আমার নই। আমি আপনাদের।
আপনাদের নদী ভাঙ্গনের দুঃখ-দুর্দশার ভাগিদার হতে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচনে অংশ নিয়েছি। কাজেই এবার সুবর্ণ সুযোগ এসেছে। ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আমরা নিজেদের ভাগ্যের পরিবর্তন করবো। আমি এমপি নির্বাচিত হলে এক ইঞ্চি জমিও যমুনার গর্ভে যেতে দেবো না ইনশাল্লাহ।
এ সময় উপজেলা জাতীয় পার্টিসহ দলীয় অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিঠু আহমেদ/আর এইচ

Comments are closed.