rockland bd

নীলফামারীতে বিজিবির টহল

0

নীলফামারীতে বিজিবির জোরদার টহল

নীলফামারী প্রতিনিধি,
বৃহস্পতিবার, বাংলাটুডে টোয়েন্টিফোর:
নীলফামারী জেলার চারটি সংসদীয় আসনে টহল কার্যক্রম শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল বুধবার জেলার চারটি আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল থেকে বিজিবি চারটি সংসদীয় আসনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আনুষ্ঠানিক ভাবে টহল কার্যক্রমে নামে।
৫৬ বিজিবি নীলফামারী ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর মো. মিজানুর রহমান জানান, বুধবার জেলার চারটি সংসদীয় আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল জোরদার করা হয়েছে। নেতৃত্বে রয়েছেন ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল কাজী আবুল কালাম আজাদ।
এদিকে জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বৃসহস্পতিবার দেখা গেছে বিজিবির টহল। বিজিবির জোরদার টহলে অনেকটাই স্বস্তি ফিরেছে ভোটারদের মধ্যে।
নীলফামারী জেলা শহরের ইফনুস আলী মুন্না (৪০) বলেন,‘ভোট আসলে অনেকের মধ্যে শঙ্কা বাড়ে। বিজিবির জোরদার টহল দেখে স্বস্তি ফিরেছে ভোটারদের মধ্যে।’
নীলফামারী ডোমার উপজেলার শহরের শাখওয়াত হোমেন সৈকত (৩০) বলেন,‘ শহরের বিজিবি সদস্যরা টহলে থাকায় আইন শৃঙ্খলা যেমন ভাল থাকবে তেমনি নির্বাচনকে কেন্দ্র করে কোন প্রার্থীর কিংবা তাদের সমর্থকরা কোন ধরণের বিশৃঙ্খলা ঘটাতে সাহস পাবে না।’
নীলফামারী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজিয়া শিরিন ১৬ প্লাটুন বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করে বলেন,‘জেলার চারটি সংসদীয় আসনের ছয়টি উপজেলায় বিজিবি সদস্যরা অবস্থান নিয়ে বৃহস্পতিবার সকাল থেকে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল শুরু করেছে।’

বি. কে. চক্রবর্তী/আর এইচ

Comments are closed.